Explore this blog by clicking on the labels listed along the right-hand sidebar. There are lots of interesting stuff which you won't find on the home page
Seriously curious about me? Click on ' What sort of person am I?'

Sunday, March 06, 2016

kaho Kanhaiya re!

I have been sitting out the whole JNU/Kanhaiya Kumar brouhaha, watching silently from the sidelines all this time. And I am not going to break that silence, for very strong reasons of my own. However, I shall take note of two different views on the subject. One, here. The other, I quote from an article published in today's Anandabazar Patrika (Sunday, March 06, edit page bottom, titled Chhilo muri holo michhri):

"...রাজনীতি একটা বিরাট বড় ব্যাপার।  চালাক চালাক কথা বলে টি-শার্টের স্লোগান তৈরি করা রাজনীতিকের কাজই না। তাছাড়া একটা বক্তৃতায় যখন প্রতিটি লাইনের পরে ঝড়ের মত হাততালি পূর্বনির্ধারিত থাকে, তখন পাতিস্য পাতি কথাও হাতিস্য হাতি মনে হয়। হাঁ, হতেই পারে, পরে দেখা গেল কানহাইয়া এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা। শুধু বলছি, সেটার জন্য বছর দশেক না হোক, অন্তত মাস ছয়েক অপেক্ষা করতে হবে। তখনও ও প্রাসঙ্গিক থাকবে তো ? নিজেকে প্রাসঙ্গিক রাখতে পারবে তো ? খেলাটা তো এক ওভারের নয়। তাই এখন থেকেই 'ওরে মসিহা এসে গেছে, খাট পেতে দে ভাত বেড়ে দে' ডিগবাজি খাওয়ার কিছু হয়নি। ...সোশ্যাল মিডিয়া এসে এই ঝামেলা করেছে: সব লোক সকালে চোখ খুলেই ভাবতে শুরু করে আজকে কি নিয়ে ঘনঘোর উত্তেজিত হয়ে পড়বে। গোটা পৃথিবীটাকে হাইপার করে ছেড়েছে। তার সারাক্ষণ একটা আদ্রেনালিনের প্লাবন চাই। ই কি রে! জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই প্রচন্ড হাই-পিচে বাঁধা থাকতে পারে না কি ? মনের কানের পর্দা ছিঁড়ে যাবে তো!* কে শোনে কার কথা। হয় কাউকে গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দিতে হবে, নয় কাউকে এমন পুজো করতে হবে যে শাঁখ ঘন্টার শব্দে দমকলের গাড়ি ভেবলে  একসা। কেন? না, হিস্টিরিয়ায় মেতে থাকলে সময়টা কাটে জব্বর। তাই আজ কোহলি তো কাল কেজরিবাল পরশু কানহাইয়া। সানি লিওন থেকে অফিসের পিয়ন, সব একই তালে নাচছে। ... 'ভাইরাল হচ্ছে, ভাইরাল হচ্ছে!' রব একবার তুলে দিতে পারলে, সেই তোড়ে ভেসে যাওয়ার জন্যে সবার সত্তা চুলবুল করে ওঠে। 'আমাকেও খেলতে নে' চেঁচাতে চেঁচাতে সবাই ছোটে হামেলিনের বাঁশিওয়ালার পেছনে উল্লসিত ইঁদুরের মত। মঙ্গলে হয়ত সেই স্টেটাস পেল কোলাভেরি ডি, বুধে কানহাইয়া। ... সোশ্যাল মিডিয়া তার স্বভাবধর্মে এমন জোরে তার বাণী ছড়াচ্ছে যেন সুরেন বাঁড়ুজ্যে, বিপিন পাল, উইন্স্টন চার্চিল আর ডেমোসথেনেস এক দেহে হলো লীন।  কিন্তু বাপ... মুড়ি আর মিছরির এক দর হওয়া শুধু দোকানির পক্ষে নয়, শেষ অবধি খদ্দেরের পক্ষেও খারাপ।" 

[* in this connection, look up a five-year old blogpost of mine here]

4 comments:

Unknown said...

Dear Sir,

Firstly, I thank you for bringing forth the two articles with different views. I have been trying to closely follow 'The JNU Surge'(as they termed it once in 'The Hindu') since its beginning, gathering details from the TV channels, magazines and my newspaper. Alike the two articles here, I have found almost none of the sources to be unanimous in their opinions; of course, trying to be unbiased in their profession is a challenge for the media but this fact is not solely responsible for the lack of unanimity.. While one is interpreting the recent Kanhaiya Kumar speech as an attack on the goverment, another is claiming Kumar to be a 'new light for the Indian political youth'.

Secondly, JNU is one of the most reputed institutions in the country and is a dream for anyone who has not got carried away by the either-doctor-or-engineer craze. The name has begun to gather smudge.

Lastly, the goverment says that it is looking into matter while internally, something significant as the Aadhar Card bill has been brought to the floor of the Lok Sabha to be debated
and voted upon, which if it becomes a law , shall require ever citizen to acquire an Aadhar Card(the fact that has been overshadowed by the JNU issue).

So, in my opinion, this 'phenomenon' can either be a passing fad or can metastasize to become worthy of real national importance. Until that time, trying to preserve what should be preserved and giving attention to the matters related to ALL should be the first two responsibilities for us, the directly uninvolved masses and for the goverment(for the people, of the people and by the people) to show the path.

Regards,
Akash

Shameek M said...

Dear Sir,

Thank you for posting both articles that present two different takes on the issue. The first few lines of the NDTV article probably aptly sum up the reason of the hype around Kanhaiya Kumar. I heard his speech on youtube, and while I did agree on a few of the things he said, I did differ on others. No individual or group within the Indian polity or the diaspora can be the univocal spokesperson for the nation. Probably only time will tell, what all this hype around Kanhaiya eventually leads to.

With Warm regards,
Shameek..

Debasish Das said...

"Baat nikegi toh dur talak Jayegi..." par "kanhaiya yaah nehi kuch bhi hamari..."

https://www.youtube.com/watch?v=GHAMyHerv90

As you have enjoyed before again for you, Suvro-da and others,

with best regards
debasish.

Shameek M said...

Dear Sir,

I was reading this write-up by Mr. Rajdeep Sardesai. Just thought of posting the link here, maybe we get another point of view!
http://www.hindustantimes.com/columns/yes-i-too-am-anti-national-rajdeep-sardesai/story-OzLD58Idvt8Z7XbMxP5peI.html

With regards,
Shameek..