আর কত দুরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি।
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী -
কর কৃপা অনাথে হে বিশ্বজনজননী।
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে -
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহ শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহ আনি।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি।
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী -
কর কৃপা অনাথে হে বিশ্বজনজননী।
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে -
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহ শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহ আনি।
How far yet to the
house of bliss?
I am weary, I am
blind, I do not know the way.
The sun sets, there comes the gathering dark.
O please, Mother of
the world, have pity on the orphan lost.
Driven by unfulfilled
longings, I have wandered long on the road
The games, the fairs, all
came to naught and wore out my day –
Now the evening breeze
begins to blow, let it waft me to the abode of peace.
Put your loving hand
on my head, Mother, bring me the final rest.
No comments:
Post a Comment