আর কত দুরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি।
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী -
কর কৃপা অনাথে হে বিশ্বজনজননী।
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে -
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহ শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহ আনি।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি।
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী -
কর কৃপা অনাথে হে বিশ্বজনজননী।
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে -
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহ শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহ আনি।
How far yet to the
house of bliss?
I am weary, I am
blind, I do not know the way.
The sun sets, there comes the gathering dark.
O please, Mother of
the world, have pity on the orphan lost.
Driven by unfulfilled
longings, I have wandered long on the road
The games, the fairs, all
came to naught and wore out my day –
Now the evening breeze
begins to blow, let it waft me to the abode of peace.
Put your loving hand
on my head, Mother, bring me the final rest.