Explore this blog by clicking on the labels listed along the right-hand sidebar. There are lots of interesting stuff which you won't find on the home page
Seriously curious about me? Click on ' What sort of person am I?'

Tuesday, January 27, 2015

for Pupu, in days past

Another little poem I wrote for my daughter when she was very little:

যেদিন পুপু প্রথম গেল খোকাখুকুর ইস্কুলেতে 
ছাই রঙের জামা গায়ে, পিঠে ব্যাগ, জুতো পায়ে 
রইলো বাবা অবাক চোখে চেয়ে --
এই কি তার  ছোট্ট মেয়ে, জন্মালো যে এই তো সেদিন?
সময় গেল এমনি ধেয়ে, রইলো না আর স্নেহের অধীন?

শিক্ষিকা তার আদর করে নামটি দিলেন 'পুপুসিং'
তারস্বরে কলকলানি ভরিয়ে দিল সারাটা দিন। 
আঁকলো ছবি, গাইল গান, বলতে শিখল ছড়া কত,
'মারাপিটি ' দুষ্টুমিতে হাত পাকালো রীতিমত।
দু ঘন্টা পর টিফিন খেয়ে মা'র হাত ধরে ফিরত ঘরে,
দিনের শেষে বাবার সাথে দেখা হত আদর করে। 
এমনি ভাবে কেমন করে দুটো বছর গেল চলে,
সময় এলো চলে যাবার আরো দূরে আর এক স্কুলে।

বুঝলো বাবা, অমোঘ বিধান, এমনটাই যে জগত রীতি --
এমনি করেই মা'র প্রতি  তার গভীর হবে ব্যথার প্রীতি।

No comments: